বাংলাদেশে ইন্টারসেক্স মানুষ (আন্তঃলিঙ্গ) প্রতিদিন বৈষম্য, অজ্ঞতা ও সামাজিক অবজ্ঞার মধ্য দিয়ে জীবন কাটান। রোগ নির্ণয় ও পরিচয় সংকটে অনেক পরিবার সন্তানকে লুকিয়ে রাখেন, সমাজ তাদের গ্রহণ করে না। জন্মের সময়ই কর্মতাগ্রস্ত চিকিৎসা বা অপছন্দের পরিচয় চাপিয়ে দেওয়া হয়, যা মানসিক চাপ বাড়িয়ে দেয়। অনেকেই শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র এবং স্বাস্থ্যসেবায় বঞ্চিত হন, তাদের আইনি ও সামাজিক স্বীকৃতির সমস্যাও প্রকট। মানবাধিকার সংগঠন ও কিছু সচেতনতামূলক উদ্যোগ থাকলেও আন্তঃলিঙ্গ মানুষের অধিকার এখনও শিকলে বদ্ধ। সমাজে জেন্ডার বৈচিত্র্য স্বীকার করলে এই মানুষদের প্রতি সহানুভূতিশীল হওয়া সম্ভব—কেবল প্রয়োজন সম্মান, সচেতনতা ও সমান সুযোগ।
বাংলাদেশে ইন্টারসেক্স মানুষের সংগ্রাম

