বাংলাদেশে “শরিফ থেকে শরিফা” গল্পটি স্কুলের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হওয়ার পর দেশজুড়ে তুমুল বিতর্ক ও উত্তেজনা সৃষ্টি করে। এ গল্পে শরিফ জন্মগতভাবে পুরুষ হলেও পরে নিজেকে নারী হিসেবে চিহ্নিত করে শরিফা নাম গ্রহণ করে এবং ট্রান্সজেন্ডার কমিউনিটিতে যুক্ত হয়। বিশ্ববিদ্যালয় শিক্ষক আসিফ মাহতাব এ গল্প প্রকাশ্যে পাঠ্যবই থেকে ছিঁড়ে ফেলার মাধ্যমে প্রতিবাদ জানান, যার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এই ঘটনায় ট্রান্সজেন্ডার ও তৃতীয় লিঙ্গ মানুষের প্রতি বিদ্বেষ আরও বেড়ে যায়, সমাজ ও শিক্ষাঙ্গনে নানাভাবে তারা অবহেলিত ও সংখ্যালঘু হিসেবে চিহ্নিত হন। রাষ্ট্রের আইনি স্বীকৃতি থাকলেও, শিক্ষা, কর্মসংস্থান আর সামাজিক গ্রহণযোগ্যতায় তারা প্রতিনিয়ত যুদ্ধ করে যান। এ সংগ্রাম প্রকাশ্যে আসা জরুরি, যাতে বৈচিত্র্য ও মানবাধিকারের মূলবোধ সমাজে প্রতিষ্ঠা পায়।
শরিফ থেকে শরিফা: বাংলাদেশের ট্রান্সজেন্ডার কমিউনিটির সংগ্রাম

